প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ডের ১৯ কর্মকর্তা ওএসডি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২১:৩০
প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ডের ১৯ কর্মকর্তা ওএসডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ডের ১৯ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার রাতে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।
প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য ভূঁইয়া শফিকুল ইসলাম ও জিল্লার রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে।
এছাড়া প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক পদে থাকা কর্মকর্তা মো. সাইফুল হাসিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য এম আব্দুজ জাহের, মো. খায়রুল আনাম ও নাভাস চন্দ্র মন্ডলকে ওএসডি করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের ১৩ যুগ্মসচিবকে ওএসডি করা হয়েছে। তারা হলেন, বিনিয়োগ বোর্ডের পরিচালক নীরঞ্জন কুমার মন্ডল, মঞ্জুরুল কাদের, তহিদুর রহমান খান, মো. মনির হোসেন, নিতাই পদ দাস, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল মতিন, জামশেদ আহমেদ, বেগম সাবিনা ইয়াসমিন, মো. মাহবুব কবির, মো. দেলোয়ার হোসেন এবং প্রাইভেটাইজেশন কমিশনের সচিব ড. সৈয়দ নেছার আহমেদ রুমি ও পরিচালক আলী ইউসুফ মুহাম্মদ সুলতান নুর।
এছাড়া বিনিয়োগ বোর্ডের সচিব মো. আয়ুব আলী এবং চেয়ারম্যানের একান্ত সচিব মো. আরিফুর হককে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাজের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।