দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। চলতি সপ্তাহে সূচকের ঊর্ধ্বগতির ধারাবাহিকতা অব্যাহত আছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২২ কোটি ৭৫ লাখ টাকা বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬২ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইত ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।