টানা ৯ দিনের ছুটির পর দেশের পুঁজিবাজারে চাঙা ভাব লক্ষ্য করা গেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকে মিশ্রাবস্থা থাকলেও বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম। আজ আগের দিনের তুলনায় ৭১ দশমিক ৫৫ শতাংশ লেনদেন বেড়েছে ডিএসইতে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৫৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২২৫ কোটি ৩৪ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৩১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৩ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইত ৩০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।