টানা ১৩ কার্যদিবস উত্থান অব্যাহত থাকার পর আজ দেশের পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ শেয়ারের দাম কমলেও লেনদেন বেড়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৩ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৮ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।