ঢাকা: গ্রাহকদের তথ্য সংরক্ষনে আরো বেশি সতর্ক হওয়ার জন্য ফেসবুকের প্রাইভেসি পলিসিতে ফের পরিবর্তন আনার কথা ভাবছে ফেসবুক কতৃপক্ষ।
ফেসবুক কতৃপক্ষ পুনরায় ডাটা ইউজেস পলিসি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে।কিভাবে গ্রাহকদের নাম, প্রোফাইল পিকচার এবং কনটেন্ট যাতে বাণিজ্যিক ভাবে যথেচ্ছা ব্যবহার না হয় সেদিকটা খুটিয়ে দেখছে।
আমেরিকান সরকার ইতিমধ্যে ফেসবুকের বিজ্ঞাপন ও গ্রাহকদের ডাটা সিকিউরিটি বিষয়ে নিয়ে একটি মামলা পরিচালনা করছে।
প্রস্তাবিত প্রাইভেসি পলিসিতে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীর অনুমতি নিয়েই তার নাম, ছবি এবং কনটেন্ট সংবলিত তথ্যাদি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হবে। বিভিন্ন সময়ে ফেসবুকের লিংক দিয়ে বিভিন্ন ওয়েব সাইটে নিবন্ধন ও বাণিজ্যিক ভাবে কোন লেনদেন সম্পন্ন করতে ফেসবুকে গ্রাহকদের তথ্যাদি নেয়া হয়।
এক্ষেত্রে এবার গ্রাহকের সায় মিললেই ফেসবুকের তথ্যাদি তৃতীয় পক্ষকে দেয়া হবে। এতে করে ফেসবুক ব্যবহারীদের তথ্য যথাযথ ভাবে সংরক্ষন হবে বলে ফেসবুক মনে করছে।