ঢাকা: রাজধানীর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org) ও মুক্ত সফটওয়্যার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত সিএসই উৎসবের দ্বিতীয় দিনে এ আয়োজনে অনুষ্ঠিত হয়। ৩০ থেকে ৩১ আগস্ট দুইদিনব্যাপী এই কর্মশালার সহযোগিতায় ছিলো ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালা উইকিপিডিয়ার নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছবি যোগ করার পদ্ধতি, নতুন তথ্য ও তথ্যসূত্র যোগ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মুক্ত সফটওয়্যার ব্যবহার, উইকিমিডিয়া কমন্সে ছবি যোগ করার পদ্ধতি, ওপেন নলেজ ইত্যাদি বিষয়েও বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া অনেকেই অংশ নেয়।
বাংলা উইকিপিডিয়া এবং মুক্ত সফটওয়্যার বিষয়ে কর্মশালা পরিচালনা করেন ওকেএফএনের বাংলাদেশ অ্যাম্বাসেডর ও সক্রিয় উইকিপিডিয়া সম্পাদক নুরুন্নবী চৌধুরী হািছব এবং বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান সৈকত। শিক্ষার্থীদের জন্য উপযোগী এ ধরনের আয়োজন আরো করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।