ঢাকা : আগামী ৩০ সেপ্টেম্বর গ্রামীণব্যাংক কমিশনের রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদ। রবিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এই রিপোর্টে গ্রামীণব্যংককে বাংলাদেশ ব্যাংকের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণব্যাংক আইনে নতুন যে সংশোধনী তাতে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আসছে গ্রামীণব্যাংকটি।
অর্থমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস নিজের লোককে গ্রামীণব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এআর/ ঘ.)