ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪০ কোটি ডলারের ঋণ ও অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। কোস্টাল ইনব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ফেইজ-ওয়ান প্রকল্প বাস্তবায়নের জন্য এ সহায়তা দেয়া হচ্ছে।
এ প্রকল্পের আওতায় ছয়শ কিলোমিটার বাঁধের পুনর্বাসনকাজ করা হবে। জেলাগুলো হচ্ছে-খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী।
মঙ্গলবার এ বিষয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ইআরডি সচিব আবুল কালাম আজাদ ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এ চুক্তিতে সই করেন।
প্রকল্পটিতে সাড়ে ৩৭ কোটি ডলারের নমনীয় ঋণ দেবে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-আইডিএ।
এছাড়া, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত ক্লাইমেট রেজিলিয়েন্স ট্রাস্ট ফান্ড হতে পাওয়া যাবে আরো আড়াই কোটি ডলার।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এএসএ/১০.৫৯ঘ.)