ঢাকা: পবিত্র ঈদ-উল-আযহা ও দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক বুধবার থেকে বাজারে নতুন নোট ছাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সব অফিসের কাউন্টার ছাড়াও বিশেষ ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কিছু কাউন্টার থেকে জনসাধারণ নতুন নোট সংগ্রহ করা যাবে।
বৃহৎ দুই ধর্মীয় উৎসব উপলক্ষে এবার বাজারে দশ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হবে। বুধবার থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত নতুন এই নোট বিনিময় করতে পারবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি অফিসার মো. সাইফুল ইসলাম খান বলেন, বাংলাদেশ ব্যাংকের কাউন্টার ছাড়াও বিশেষ ব্যবস্থায় ঢাকা শহরে বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা থেকে জনসাধারণ নোট ও কয়েন বিনিময় করতে পারবেন। তবে এ বার যে নোট ছাড়া হচ্ছে তার অধিকাংশ এক হাজার, ৫০০, ১০০ এবং ৫০ টাকা মূল্যমানের। কম মূল্যমানের ২০, ১০, ৫ বা ২ টাকার নোট কম ছাড়া হবে বলে তিনি জানান।
বাণিজ্যিক ব্যাংকের যে সব শাখা থেকে নোট সংগ্রহ করা যাবে এগুলো হলো- অগ্রণী ব্যাংকের প্রেস ক্লাব ও এলিফ্যান্ট রোড শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, জনতা ব্যাংকের নিউ মার্কেট বঙ্গবন্ধু এভিনিউ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথ ইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা এবং প্রাইম ব্যাংকের মিরপুর-১ শাখা।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেআর/২৩.১০ঘ.)