ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংক এবং অন্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিচ্ছিন্নতার কারণেই উন্নতি ব্যাহত হচ্ছে। সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকিং খাতে দায়বদ্ধতা সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
শনিবার সকাল ১১টায় রাজধানীর এলজিইডি ভবন মিলনায়তনে প্রাইম ব্যাংক ফাউণ্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, গত এক দশকে জাতীয় শতকরা ছয় ভাগের বেশি ছিল। এটা স্থিতিশীল অর্থনতির উদাহরণ ও উন্নয়নের জন্য সহায়ক।
তিনি বলেন, ব্যাংকগুলো শিক্ষাখাতে তাদের দায়বদ্ধতা সৃষ্টি করার প্রত্যাশা ব্যক্ত করেছে বলেই শিক্ষাখাতও উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ব সাহিত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা।
বৃত্তিজনকে ৩৯৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। প্রতিমাসে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২৪০০ টাকা উত্তোলন করতে পারবে। তাদের হাতে বৃত্তির প্রথম কিস্তির চেক তুলে দেন ড. আতিউর রহমান।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এএসএ/এসএইচ/১৪.৫৪ঘ.)