logo ০৬ মে ২০২৫
নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়ন
ঢাকাটাইমস ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০১৩ ২১:২৯:৩৭
image


ঢাকা: দরিদ্র দেশগুলোতে নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিশ্ব ব্যাংক আগামী দুই বছরে অন্তত ৭০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।





গত সোমবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম এ ঘোষণা দেন।





কিম বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি) অর্জনে এ অর্থ সহায়ক হবে।’





তিনি বলেন, ‘নারী ও শিশুর জীবন রক্ষায় সম্মিলিত প্রচেষ্টাকে আমাদের অধিকতর গুরুত্ব দেয়া প্রয়োজন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নারী ও শিশু উন্নয়নের ক্ষেত্রে অর্থায়ন ভিত্তিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।’





বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন এ অর্থায়ন সংগ্রহ করা হবে। মা ও শিশু মৃত্যুহার কমাতে এবং স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।





(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল/এজে/২১.২০ঘ.)