logo ০৬ মে ২০২৫
একমাস সময় চাইলেন পোশাক মালিকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৩ ২০:৩৯:১০
image


ঢাকা: আগামী নভেম্বর পর্য়ন্ত সময় চাইলেন পোশাক শিল্প মালিকরা। শ্রমিকদের উদ্দেশ্যে তারা বলেছেন, নভেম্বরে মজুরি বোর্ডের প্রতিবেদন দেওয়া পর্য়ন্ত অপেক্ষা করতে হবে। তানাহলে কারখানা বন্ধ করতে বাধ্য হবে মালিকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীকে এক সংবাদ সম্মেলনে এদাবি জানান পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-বিকেএমইএ-বিটিএমএ কর্তৃপক্ষ।

 

লিখিত বক্তব্যে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এসএ মান্নান কচি বলেন, শ্রমিকরা আর একমাস অপক্ষা করলে তাদের সন্তোষজনক সিদ্ধান্ত দেওয়া যাবে। তারা কারখানায় যেন বিশৃঙ্খলা না চালায়। যদি তারা ভাঙচুর বা বিশৃঙ্খলা চালায় তাহলে কারখানা বন্ধ করে দেওয়া হবে।

 

তিনি বলেন, আমরা লক্ষ করছি বাইরের কিছু লোক এ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে মালিক ও শ্রমিক উভয়ই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পোশাক শিল্প সব সময় রাজনৈতিক হস্তক্ষেপের উর্ধ্বে।

 

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএইচ/এমএম/১৯.১৪ঘ.)