logo ০৬ মে ২০২৫
পোশাক কারখানা পরিদর্শনে আসছে অ্যাকোর্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৩ ২১:৩৫:০৮
image


ঢাকা: উত্তর আমেরিকার ক্রেতাদের সংগঠনের (অ্যালায়েন্স) পর এবার বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শনের উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ক্রেতাদের সংগঠন (অ্যাকোর্ড)।

সংগঠনটি আগামী এক বছরে বাংলাদেশের এক হাজার আটশ’ কারখানা পরিদর্শন করবে।

 

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কারখানা পরিদর্শন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন  বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা।

বিজিএমইএ’র সহ-সভাপতি শাহীদুল্লাহ আজিম বলেন,‘অ্যাকোর্ড প্রতিনিধিরা বাংলাদেশের এক হাজার আটশ’  কারখানা পরিদর্শন করবেন। তারা কারখানার কাজের পরিবেশ, কাজের মান, কাজের নিরাপত্তা ও অন্যান্য বিষয় দেখবে। পরিদর্শনের সঙ্গে সঙ্গে তারা কিছু প্রশিক্ষণ কর্মসূচি চালাবে।’

 

জানা গেছে, কারাখানা পরিদর্শনের জন্য তারা সেপ্টেস্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে। যার একটি খসড়া আন্তজার্তিক শ্রম সংস্থার (আইএলও ) কাছে পাঠাবে। আইএলও  এর কাজের পদ্ধতি অনুসরণ করবে।

 

কারখানা পরিদর্শনের জন্য কি পরিমাণ তহবিল সরবরাহ করা হবে তার কোনো হিসাব জানায়নি সংগঠনটি।

 

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এসএইচ/এজে/২০.৩৪ঘ.)