logo ০৬ মে ২০২৫
পেঁয়াজের ঝাঁজ কমাতে এগিয়ে এলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৩ ২০:১৪:১৯
image


ঢাকা: পেঁয়াজের বাজারের তেজ কমাতে এবার সক্রিয় হয়ে উঠলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করতে আমদানি সুদের হারের সর্বোচ্চ সীমা ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে ।

 

পেঁয়াজের দাম গত এক মাসে দ্বিগুণ হওয়ায় টিসিবির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি এবার ঋণে সুদের হার বেঁধে দেয়ার পদক্ষেপ নিলো বাংলাদেশ ব্যাংক।

 

ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আমদানিতে ১০০ শতাংশ মার্জিন রাখছে ব্যাংকগুলো। আর এক্ষেত্রে আমদানি অর্থায়নে সুদ হার নিচ্ছে ১৮ থেকে ২০ শতাংশ। ফলে নিরুৎসাহিত হয়ে অনেকে পেঁয়াজ আমদানির এলসি খোলা কমিয়ে দিয়েছেন।

 

পেঁয়াজের দাম কমাতে আমদানি অর্থায়নের সুদ হার কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের জন্য রবিবার বাণিজ্য মন্ত্রণালয় গভর্নরকে চিঠি দেয়। এরপরই এই সিদ্ধান্ত আসলো।

 

 

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এআর/২০.০৬ঘ.)