logo ০৬ মে ২০২৫
সচিবালয়ে সরকার-মালিকপক্ষের বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৩ ২১:৫২:২৩
image


ঢাকা: পোশাক শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণকে কেন্দ্র চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য  সচিবালয়ে বৈঠকে বসেছে ক্রাইসি ম্যানেজমেন্ট কমিটি। সোমবার রাত ৯টায় নৌপিরবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে  নৌ-মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসসুল হক টুকু এবং ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা উপস্থিত রয়েছেন।

 

এর আগে সোমবার টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন স্থানে শ্রমিকদের অবরোধ ভাংচুর চলার মধ্যেই দুপুরে সচিবালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান মঙ্গলবার থেকেই শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।

 

একই সঙ্গে রবিবার বন্ধ করে দেওয়া কারখানাগুলো আগামীকাল মঙ্গলবার খুলে দেওয়া হবে বলে বৈঠকে  সিদ্ধান্ত হয়েছে।

 



বিজিএমইএ সূত্রে জানা যায়,  শ্রমিক সমাবেশের পর থেকেই ন্যূনতম মজুরি সংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছু কারখানায় ভাঙচুর হলে ঢাকা জোনের বেশিরভাগ কারখানাই বন্ধ করে দেওয়া হয়। ভাঙচুরসহ অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠকে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি। তাই একই দিন রাতে পুনরায় বৈঠকে বসতে যাচ্ছেন নৌ-মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএ’র নেতারা।

 

 

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেডএ/২১.৩২ঘ.)