logo ০৬ মে ২০২৫
পোশাক শ্রমিক
ন্যূনতম বেতন ৮২১৬ করার সুপারিশ সিপিডির
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৩ ১১:৩৪:৫৩
image


ঢাকা: পোশাক শ্রমিকদের বেতন ন্যূনতম বেতন আট হাজার দুইশ’ ১৬ টাকা করার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক বিশ্লেষণে বেসরকারি গবেষণা সংস্থাটি এ সুপারিশ করে।

 

সিপিডি এই বেতন দুই ধাপে বাস্তবায়নের সুপারিশের কথা জানিয়েছে। তাদের মতে, এই আট হাজার ২১৬ টাকা বেতনের মধ্যে ৮০ শতাংশ প্রথম ধাপে এবং বাকি ২০ শতাংশ দ্বিতীয় ধাপে কার্যকর হওয়া উচিত।

 

প্রথম ধাপে মূল বেতন চার হাজার ৩০০ টাকা হিসাবে বাড়িভাড়া (৪০%) এক হাজার ৭২০ টাকা এবং চিকিৎসাভাতা ৫৪০ টাকা অর্থাৎ মোট বেতন ছয় হাজার ৫৬০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বাকি ২০ শতাংশ দ্বিতীয় বছরে সমন্বয় করার সুপারিশ করেছে সিপিডি।

 

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এএসএ/১১.৫৬ঘ.)