ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে রুল জারি কারেছে আদালত। একইসঙ্গে একজন জিএমের বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। কেন আদালত অবমাননার অভিযোগে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং মহাব্যবস্থাপককে (ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ) দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড কন্ট্রাক্টরের (আইডিসি) আবেদনে এই রুল জারি করেছে আদালত। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট হাসান রাজিব প্রধান।
আবেদনে বলা হয়, কাজের বিপরীতে চট্টগ্রামের বিদ্যুত উন্নয়ন বোর্ড ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড কন্ট্রাক্টর (আইডিসি) লিমিটেডকে ৩২ লাখ ৬ হাজার ৭২৫ টাকার ৬টি চেক দেয়। চেকগুলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তুলে নেয়।
গত বছরের ২৯ নভেম্বর ওই টাকা ও তার সুদ আদায়ে আইডিসি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা না নেয়ায় তারা হাই কোর্টে যায়।
হাই কোর্ট গত ১১ ফেব্রুয়ারি এক আদেশে এক মাসের মধ্যে এ আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেয়।
ওই আদেশ প্রতিপালন না করায় আবেদনকারীপক্ষ আদালত অবমাননার আবেদন দাখিল করে। আদালত ওই আবেদনের শুনানি করেই রুল জারি করেছে।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এএসএ/১৬.১৬ঘ.)