ফরিদপুর : পাট ও পেঁয়াজ খ্যাত ফরিদপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ২২তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় শহরের ঝিলটুলীস্থ অম্বিকা হলে ফিতা ও কেক কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. জাফর আহমেদ খান, জেলা প্রশাসক মইনুদ্দীন আহমদ, পুলিশ সুপার জামিল হাসান, জেলা পরিষদ প্রশাসক কাজী জায়নুল আবেদীন,ব্যাংকের উপ-ব্যবস্থাপক মুঞ্জরুর রহমান প্রমুখ।
(ঢাকাটাইমস/২৫ সেপ্টেম্বর/ প্রতিনিধি/ এসকে/১৩.০৩ঘ.)