logo ০৬ মে ২০২৫
প্রতি ব্যাংকে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহবান গভর্নরের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৩ ২০:৩৫:৪৫
image


ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান চাকুরিজীবী মায়ের শিশু সন্তানদের দিবাকালীন সেবা প্রদানের জন্য প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহবান জানিয়েছেন।



তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতে বর্তমানে শত শত নারী দক্ষতার সঙ্গে কাজ করছেন। সামর্থ ও সুযোগ থাকা সত্ত্বেও এখনো অনেক ব্যাংকেই কোনো ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়নি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ডে-কেয়ার সেন্টার স্থাপন করে কর্মজীবী নারী ব্যাংকারদের নিশ্চিন্তে কাজ করার সুযোগ করে দিতে পারেন।



রবিবার ঢাকায় বাংলাদেশ ব্যাংক পরিবারের ছোট্ট শিশুদের দিবাকালীন রক্ষণাবেক্ষণের জন্যে স্থাপিত শিশু দিবা-যতœ কেন্দ্রের বর্ধিত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানা এবং গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।



গভর্নর বলেন, ডে-কেয়ার সেন্টারে ছোট্ট শিশুদের রেখে মায়েরা কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। সে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ব্যাংকের শিশু দিবা-যতœ কেন্দ্র্রটি কেন্দ্রীয় ব্যাংকে একটি নতুন মাত্রা যোগ করেছে। চাহিদা ও প্রয়োজনের তাগিদে সীট সংখ্যা বাড়িয়ে এর কলেবর বৃদ্ধি করা হয়েছে।



তিনি অদূর ভবিষ্যতে একে আন্তর্জাতিক মানের ডে-কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান।

উলে¬¬খ্য, বাংলাদেশ ব্যাংকে কর্মরত মহিলা কর্মকর্তা-কর্মচারী এবং যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর স্ত্রী চাকুরীতে নিয়োজিত আছেন তাদের শিশু সন্তানকে অফিস সময়ে পরিচর্যা সেবা প্রদানের লক্ষ্যে ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকে শিশু দিবা-যতœ কেন্দ্র চালু হয়।



বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১ম সংলগ্নী ভবনে ২য় তলায় এ সেবা কেন্দ্রটি অবস্থিত। শুরু থেকেই ’সেবা নারী ও শিশু কল্যাণ’ নামক একটি বেসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে এ শিশু দিবা-যত্ন কেন্দ্রটি পরিচালনা করে আসছে।



বর্তমানে এখানে ৩৪ জন শিশুকে এই সেবা প্রদান করা যাচ্ছে যা প্রয়োজনের তুলনায় কম। বিধায় এ শিশু দিবা-যতœ কেন্দ্রের পরিসর দ্বিগুণ এবং শিশুদের আদর্শরূপে পরিচর্যা-বিনোদন, খেলাধুলা এবং সাথে শিক্ষ্রা সুবিধা প্রদানের লক্ষ্যে দিবা কেন্দ্রটি ঢেলে সাজানো হয়েছে। এখানে বল কর্ণার সহ বিভিন্ন খেলার সামগ্রী, বিনোদন ও শিক্ষণের জন্য বড় আয়তনের টেলিভিশনসহ এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিদ্যমান আছে। দিবা-যত্ন কেন্দ্রে খেলাধূলা ও শেখার স্থানের পাশাপাশি ডাইনিং রুম, শোবার ব্যবস্থা, ব্রেষ্ট ফিডিং রুম আছে ।



এ শিশু দিবা-যত্ন কেন্দ্রে ৬ মাস থেকে অনুর্ধ্ব ৮ বছর বয়সী শিশুদেরকে অফিস সময়ে লালন-পালন ও পরিচর্যার সেবা প্রদান করা হয়ে থাকে। সেবা নারী শিশু কল্যাণ কেন্দ্রের একজন তত্ত্বাবধায়ক, ৩ জন পরিচর্যাকারী বা শিক্ষক, ৬ জন আয়া ও অন্যান্য লোকবলের মাধ্যমে বর্তমানে এ সেবা প্রদান করা হচ্ছে।



(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর/ ২০.২৩ঘ.)