logo ০৬ মে ২০২৫
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি
সরকারের সিদ্ধান্ত মেনে নেবে মালিকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৩ ১৬:৪৮:১৮
image


ঢাকা: শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারনে গঠিত বোর্ডের সুপারিশ মালিকরা মেনে নেবেন বলে জানিয়েছেনবাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম।

 

রবিবার শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 

আতিকুল ইসলাম বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য মালিকেরা যথাসাধ্য চেষ্টা করবেন। নভেম্বরের মধ্যে মজুরি ঘোষণা হবে। মজুরি বোর্ড যে সুপারিশ দেবে, মালিকেরা তা মেনে নেবেন।

 

টানা আট দিন শ্রমিক বিক্ষোভের পর গতকাল শনিবার বিজিএমইএর নেতারা পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। পরে পোশাকশিল্পের বর্তমান নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার যৌথ ঘোষণা দেয় উভয় পক্ষ। ওই বৈঠকের বিষয়ে মন্ত্রীকে অবহিত করতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা রবিবার সচিবালয়ে যান বলে জানা গেছে।

 

 

(ঢাকাটাইমস/ ২৯ সেপ্টেম্বর/ এইচএফ/ ১৬.২২ঘ.)