logo ০৬ মে ২০২৫
দেশে প্রথম আন্তর্জাতিক চামড়া ও ফুটওয়্যার মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০৩ অক্টোবর, ২০১৩ ১৩:২৬:৪৭
image


ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী শুরু হয়েছে আন্তর্জাতিক চামড়া এবং ফুটওয়্যার মেলা। বৃহস্পতিবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া।

 

মেলায় ভারত, চীন, হংকং, তুরুস্ক, জাপান, ইতালী, সিঙ্গপুর, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রায় ১০০ এক্সিবিউটর লেদার এবং ফুটওয়্যার যন্ত্রপাতি এবং উপাদন, রং এবং রাসায়নিক পদার্থ প্রর্দশন করা হবে।

 

মেলা চলবে ৩ থেকে ৫ অক্টোবর পর‌্যন্ত। ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ফিনিসড লেদার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এবং লেদার গুডস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিএলএফএমইএ) এ মেলার পৃষ্টপোষকতা করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দিলিপ বড়ুয়া বলেন,গুনগতমানের জন্য  বাংলাদেশের চামড়া শিল্প বিশ্বব্যাপী সমাদৃত । আমাদের ফুটওয়্যার বা জুতার সুনামও সারা বিশ্বে রয়েছে। তাই এখানে রফতানী বাড়িয়ে আমরা শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মানে লক্ষ্য অর্জন করতে পারি। পৃথীবির চামড়া শিল্পে যে পরিমাণে চামড়া ব্যবহার হয়, এর দুই থেকে তিন ভাগ বাংলাদেশ থেকে রফতানী হয়ে থাকে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিদেশী বিনিয়োগকারীদের এখাতে বিনিয়োগের আহ্বান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ’র চেয়াম্যান আবু তাহের, বিটিএ, সভাপতি প্রদিপ আগারওয়ালা, বিটিএ সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেনিস ইন্টান্যাশনাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নাসির খান প্রমূখ।

 

 

(ঢাকাটাইমস/ ০৩ অক্টোবর/ এমএবি/১৩.০৭ঘ)