ঢাকা: সাংবাদিক সৈয়দ মেসবাহ উদ্দিনকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম কাগজীকে সদস্য সচিব করে নবগঠিত জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (জ্যাব) ১০১ সদস্যের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। শনিবার ৪২ জনের নাম ঘোষণা করা হয়েছে। শিগগিরই বাকি নামগুলো প্রকাশ করা হবে।
জ্যাব কেন্দ্রীয় কমিটি অনুমোদিত এ কমিটির আজ যাদের নাম ঘোষণা করা হলো তারা হলেন-মো. আব্দুল বাসেত মিয়া, সাহাদাত হোসেন খান, এইচ এম জামাল আহমেদ (অন্য দিগন্ত), তোফায়েল আহমেদ (শীর্ষ নিউজ), মোস্তফা তারিক আল বান্না(অর্থনীতি প্রতিদিন), মোস্তফা কামাল (যুগান্তর), একাব্বর আলী(কালের কন্ঠ), মো. গোলাম কিবরিয়া (কালের কণ্ঠ), মিজানুর রহমান (দিনকাল), শাহ মনওয়ার জাহান(বর্তমান), সারমিন জাহান অজান্তা (বিএসএস), সৈয়দ সালেহ ইমরান (নয়া দিগন্ত), সিরাজুল ইসলাম (বর্তমান), মোরশেদুল আলম(প্রথম আলো), সালাহ উদ্দিন রাজ্জাক (বাংলাদেশ প্রতিদিন), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), জেড এম বাবুল পাঠান(বাংলা কানেক্ট ডটকম), আবুল কালাম (নয়া দিগন্ত), এস এ আলমগীর (আজকের প্রভাত), আকতার মোহাম্মদ মুন্না আলম (দেশ জনতা), মনির-উজ জামান (ইনকিলাব), আবদুল হালিম (জনতা), কাউসার আহমেদ (মাসিক মোহামেডান), তৌফিক এলাহী (ইনকিলাব), জাফরুল আলম (সংবাদ ২৪.কম), খাদেমুল ইসলাম(বর্তমান), ইব্রাহিম খলিল(দিগন্ত টিভি), এস এম এ কালাম(নতুন বার্তা), মো. শহিদুল ইসলাম (মানবকণ্ঠ), শাহীন বারী (এসএ টিভি), মো. মহসিন হোসেন (প্রাইমনিউজ.কম.বিডি), মেহদী আজাদ মাসুম(প্রাইমনিউজ.কম.বিডি), সেলিম কবির (অন্য দিগন্ত), ফারজানা হক (নিউএজ), ফেরদৌস আরা (নিউএজ), গোলাম সাহানী (ডেইলি সান), আবু নোমান মাহমুদুর রহমান রুনা (এটিএন), মির্জা মো. মহসিন (ডেইলি সান), এসএ আলমগীর (আজকের প্রভাত), মনিমা সুলতানা (ফিনান্সিয়াল এক্সপ্রেস)।
(ঢাকাটাইমস/ ৫ অক্টোবর/ এইচএফ/ ২৩.৩২ঘ.)