logo ১৭ মে ২০২৫
নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ অক্টোবর, ২০১৩ ১১:২৪:৩১
image


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামের সামনে শনিবার রাত ১২টায় মাহমুদ হাসান কচি নামে এক ফটোসাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

 

এ সময় তার সঙ্গে থাকা মাসুদ নামে এক ‍যুবক আহত হয়েছেন। দুর্বৃত্তরা সাংবাদিককে কুপিয়ে তার মোবাইল ফোন, ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।

 

কচি স্থানীয় দৈনিক মুক্তবাণীর ফটো সাংবাদিক। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি।



আহত মাসুদকে নারায়ণগঞ্জ শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সাংবাদিক কচিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আহত যুবক মাসুদ জানান, তিনি ও কচি সাইনবোর্ড এলাকায় একটি কাজ শেষে শনিবার রাতে মোটরসাইকেলে নগরের চাষাঢ়ার দিকে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে ময়লাস্তুপের সামনে এলে সাত থেকে আটজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

 

এ সময় অস্ত্র ঠেকিয়ে কচির সঙ্গে থাকা ক্যামেরা ও ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন বাধা দেয়ায় কচির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে ব্যাগ ছিনিয়ে নেয়।

 

এছাড়া সঙ্গে থাকা মাসুদকেও মারধর করে তারা। এক পর্যায়ে কচি মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চলে আসেন।



হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজিমউদ্দিন জানান, কচির মাথায় ধারালো অস্ত্রের আঘাতটি মারাত্মক জখম। প্রথম দিকে তেমন রক্তক্ষরণ না হলেও হাসপাতালে আসার পর তার মাথা হতে প্রচুর রক্ত বের হয়।

 

অবস্থার অবনতি ও আশঙ্কাজনক থাকায় কচিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

 

(ঢাকাটাইমস/ ০৬ অক্টোবর/ প্রতিনিধি/ এসকে/ ১০.৫৬ঘ.)