ঢাকা: চলতি ২০১৩-২০১৪ অর্থবছরের প্রথম দুইমাসেই (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে কোটি টাকা ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ (এনবিআর)।
এই দুই মাসে এনবিআরে আয়কর, ভ্যাট, শুল্ক ও অন্য খাতে কাঙ্খিত রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ে ব্যর্থ হয়েছে। এনবিআরের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান জানায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১৫ হাজার ৯২২ কোটি ৭৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৪ হাজার ৯২৪ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৯৯৭ কোটি ৫ লাখ টাকা।
এ দুই মাসে আমদানি ও রপ্তানি পর্যায়ে ব্যাপক ঘাটতি হয়েছে। এ খাতে ৫ হাজার ৭২২ কোটি ৯৮ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ২৫২ কোটি ৪৫ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৭০ কোটি ৫৩ লাখ টাকা কম।
এদিকে, এ সময়ে আয়কর খাতে ৪ হাজার ৮৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৮৩৩ কোটি ১৬ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৫১ কোটি ৮৪ লাখ টাকা কম।
স্থানীয় পযার্য়ে মূল্য সংযোজন কর (মূসক) খাতে ৫ হাজার ৯৪৮ কোটি ২৫ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ৭৪৫ কোটি ৮৮ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০২ কোটি ৩৭ লাখ টাকা কম।
একই সময়ে অন্যান্য খাতে ১৬৬ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৯৪ কোটি ২৩ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭২ কোটি ৩১ লাখ টাকা কম।
জানা যায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যা বিদায়ী (২০১২-১৩) অর্থবছরে ছিল ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। অবশ্য বিদায়ী অর্থবছরে রাজস্ব ঘাটতি ছিল প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের প্রথম দুই মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ৯৯৭ কোটি ৫ লাখ টাকা কম আদায় নিয়ে বিপাকে রয়েছেন এনবিআর।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর এর এক উধ্বতন কর্মকর্তা বলেন, ভবিষ্যতে কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ করতে এনবিআর বেশকিছু নতুন খাত চিহ্নিত করেছে। তবে নতুন খাতগুলো থেকে কবে রাজস্ব আদায় হবে তা সুনির্দিষ্ট কোন সময় বলা হয়নি। প্রথম দিকে রাজস্ব আদায়ে কোনো ইতিবাচক প্রভাব না থাকলেও সামনের দিনগুলোতে সতর্ক রয়েছে এনবিআর। কাঙ্খিত লক্ষে বা রাজস্ব আদায় বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান রাজস্ব বোর্ডের এ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৮অক্টোবর/এএসএ/১৫.১৬ঘ.)