ঢাকা: গ্রামীণ ব্যাংক কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন আজ জমা দেয়া হবে। এ প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
কদিন আগে কেন্দ্রীয় বাংকের কাছে আর্থিক হিসাব দেয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন ড. মুহাম্মদ ইউনূস। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের মার্চে তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইউনূস আদালতে গিয়েছিলেন। কিন্তু ওই পদ আর ফিরে পাননি।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় সবেক সচিব মামুনুর রশিদকে প্রধান করে ২০১২ সালের মে মাসে একটি কমিশন গঠন করে সরকার।
এ বছরের ২৬ আগস্ট কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।
(ঢাকাটাইমস/ ৬ অক্টোবর/ এইচএফ/ ০৯.৩২ঘ.)