logo ০৬ মে ২০২৫
সাভার ট্রাজেডি
নিহতদের লস অব আর্নিং ভিত্তিতে ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০৫ অক্টোবর, ২০১৩ ১২:২৯:৫১
image


ঢাকা: রানা প্লাজার ট্র্যাজেডিতে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।





বক্তারা  বলেন, ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত হয়েছে ১১৩৩ জন শ্রমিক এবং আহত হয়েছে ১৫ শতাধিক। যাদের অনেকেই এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং এদের অনেকের অঙ্গহানিও ঘটেছে।





তারা অভিযোগ করে বলেন, নিহত ও আহত শ্রমিকদের তিন মাসের মধ্যে ক্ষতিপূরণ, জরুরি সহায়তা এবং পুনর্বাসনের দেয়া হলেও অনেক নিহত ও আহত পরিবার এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি।





বক্তারা ক্ষতিপূরণসহ সামগ্রিক পুর্নবাসনের জন্য ৭১ মিলিয়ন ডলার প্রদানের দাবি জানান। যার ৪৫ শতাংশ ব্রান্ডস, ২৮ শতাংশ মালিক পক্ষ, ১৮ শতাংশ বিজিএমইএ এবং ৯ শতাংশ সরকারকে বহন করতে হবে। এতে প্রতিটি শ্রমিক পরিবারের ক্ষতিপূরণ ২৮ লাখ ৩২ হাজার ৭১৭ টাকা দেয়ার দাবি জানান তারা।





মানববন্ধন থেকে তারা অবিলম্বে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে ‘লস অব আর্নিং’-এর নীতিমালার ভিত্তিতে আহত প্রত্যেক শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।  





একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি একটি মানববন্ধনের আয়োজন করে।





তারা বলেন, রানা প্লাজার মতো এ ধরণের দুর্ঘটনা এবং গার্মেন্টস শ্রমিকদের প্রাণহানি না ঘটে তার জন্য বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোকে নিরাপদ কর্মস্থলে পরিণত করার জন্য আন্তর্জাতিকভাবে প্রণীত বাংলাদেশ অগ্নি ও ভবন নিরাপত্তা চুক্তি বাস্তবায়নেরও জোর দাবি জানান।





এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রায় রমেশ চন্দ্র রায়, জেড এম কামরুল আনাম, আবু তাহের, আমিরুল হন আমীন, বদরুদ্দেজা নিজাম, শামিমা নাসরিন প্রমুখ।





(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএস/এএসএ/১২.০৩.ঘ)