ঢাকা: ২০১২ সালের এই দিনে ভারতের রাজধানী দিল্লিতে বন্ধুর সাথে সিনেমা দেখতে বেরিয়ে চলন্ত বাসে গণধর্ষিত হয়েছিল এক তরুণী। গণধর্ষণের পর ওই তরুণীকে রাস্তার পাশে ফেলে গিয়েছিল ধর্ষণকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। ধর্ষণের ১০ দিন পর এ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল এই তরুণী।
ওই সময় দেশটির বিভিন্ন গণমাধ্যমে এই তরুণীর নাম নির্ভয়া দেওয়া হয়েছিল। দেশটির এমন একটি চাঞ্চল্য ঘটনা সবাইকে অবাক করে দিয়েছিল। সেসময় এ ধর্ষণের প্রতিবাদে তীব্র জনরোষের মুখে তড়িঘড়ি আইনে পরিবর্তন এনে ধর্ষণকারীদের মৃত্যুদ- দেয়া হয়েছিল।
সোমবার দিল্লির বিভিন্ন রাস্তায় কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নির্ভয়ার স্মরণে সভা-সমাশে করেছে। এসব মানুষের দাবি ভারতে যেন এ ধরনের কোন ঘটনা আর না ঘটে।
এমন ঘটনার পরও দেশটিতে নারীদের তেমন নিরাপত্তা নেই। সন্ধ্যার পর তারা রাস্তায় বের হতে পারেনা। দেশটিতে প্রতি বিশ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছে।
তারপরও আগের তুলনায় ভারতের নারীরা অনেকটাই নিরাপদ। আগে ভারতে নারীদের হরহামেশাই ধর্ষণ করা হত। কিন্তু তারা দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে সুষ্ঠু কোন বিচার পেত না।
নির্ভয়ার বাবা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্ভয়ার জীবনের বিনিময়ে ভারতে অন্তত একটি জিনিসের পরিবর্তন এসেছে। তা হল ভারতের প্রভাবশালীরাও এখন যৌন নির্যাতন করে পার পায়না।
দেশটির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মৃদুলা মুখার্জি বলেছেন, নির্ভয়ার মৃত্যুর পর ভারতের নারীরা অনেক এগিয়ে এসেছে। এখন তারা আগের চেয়ে অনেকটাই নিরাপদ।
বর্তমানে দেশটির ধর্ষণকারীরা নারীদের ধর্ষণ করতে ভয় পায়। কারণ এখন কোন ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।
(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এসইউএল/এআর/ ঘ.)