ঢাকা: সোমবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হচ্ছে শরীয়াহ ইনডেক্স বা সূচক। প্রাথমিক পর্যায়ে ৭৭টি কোম্পানি এ সূচকের আওতায় আনা হচ্ছে। এছাড়া এক হাজার পয়েন্ট হবে এ সূচকের ভিত্তি। ডিএসই বাংলাদেশ ব্রড শরীয়াহ ইনডেক্স সম্পর্কে আলোকপাত করার জন্য রবিবার ডিএসই প্রঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএন্ডপি ডাও জোন্স মেথডোলজি অনুযায়ী রেটিং ইন্টিলিজেন্স এবং ইসলামী শরীয়াহ বোর্ডের তত্ত্বাবধানে এই শরীয়াহ সূচক প্রণয়ন করা হয়েছে। মূলত ডিএসই ব্রড ইনডেক্স এর কোম্পানিগুলো থেকে সেক্টর এবং একাউন্টিং বেইজড স্ক্রিনিং এর মাধ্যম বাছাইকৃত কোম্পানিগুলোর সমন্বয়ে এই শরীয়াহ সূচক তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএসই’র প্রেসিডেন্ট জনাব আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশে ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংক, বীমার ব্যাপক প্রসার ঘটায় বিনিয়োগকারীদের সুবিধার জন্য শরীয়াহ ইনডেক্স তৈরি করা হয়েছে।
শরীয়াহ বোর্ডের সদস্যরা হলেন- ড. মোঃ আলী এলগারি, পিএইচডি ইকোনমিক্স, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ড. আব্দুল ছাত্তার আবু ঘুদ্দাহ, পিএইচডি, ইসলামিক ল, আলআজহার ইউনিভার্সিটি, কায়রো, ড. নাজিহ হাম্মাদ, পিএইচডি, ইসলামিক ল, ইউনিভার্সিটি অব কায়রো, ড. মোঃ আমিন আলী-কাত্তান, পিএইচডি, ইসলামিক ব্যাংকিং, ইউনিভার্সিটি অব বার্মিং হাম, যুক্তরাজ্য এবং ড. মোঃ দাউদ বকর, পিএইচডি, ইউনিভার্সিটি অব সেন্ট এ্যান্ড্রিউস, যুক্তরাজ্য। উক্ত শরীয়াহ কমিটির সার্বিক তত্ত্বাবধানে প্রতিমাসে এ সূচকটি রিব্যালেন্স করা হবে।
ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক ইসতিয়াক হোসেন সোহাগ বলেন, ‘প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এস অ্যান্ড পি) ম্যাথডোলজি অনুযায়ী শরীয়াহ সূচক তৈরি করা হয়েছে। এছাড়া এস অ্যান্ড পি’র ইসলামী শরীয়াহ বোর্ড ও রেটিং ইন্টেলিজেন্সি এ দুই প্রতিষ্ঠানের সহায়তায় এ সূচক চালু করা হবে। বিশেষ করে এস অ্যান্ড পি’র পাঁচজন কলার দিয়ে শরীয়াহ সূচকের স্ক্রিনিং করা হয়েছে। স্ক্রিনিং করে এস অ্যান্ড পি আমাদের জানিয়েছে, ডিএসইক্স সূচকের আওতাভুক্ত ২২৬টি কোম্পানির মধ্যে ৭৭টি পুরোপুরি ইসলামী শরীয়াহ পরিপালন করে থাকে। তাই শরীয়াহ সূচকের আওতায় ৭৭টি কোম্পানি থাকার সম্ভাবনা রয়েছে।
ডিএসইএক্স সূচকের আওতায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও মিউচ্যুয়াল ফান্ড খাতের উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স, তাকাফুল ইসলামী লাইফ ইনস্যুরেন্স, আইবিএল ফারইস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।
প্রসঙ্গত, বর্তমানে মালয়েশিয়া, জার্মানি, লন্ডন, ভারতসহ বেশ কিছু দেশে শরীয়াহ সূচক চালু রয়েছে।
জানা গেছে, বাংলাদেশে একটি বিশেষ ইসলামী বিনিয়োগ গোষ্ঠী পুঁজিবাজারকে ইসলামিক ইন্ডেক্সের উপর ভিত্তি করে দেখতে চায়। এটা তাদের দীর্ঘদিনের দাবি। এই ইন্ডেক্সের সুবিধা হল- যারা শরীয়াভিত্তিক লেনদেন বা বিনিয়োগ করে তারা মোট ইডেক্স বা সুনির্দিষ্ট ইনডেক্স দেখে বিনিয়োগ করতে পারে না। কারণ তাদের একটি নিজস্ব পোর্টফোলিও ধারণ করে। ওই পোর্টফোলিওর বাইরে তারা বিনিয়োগ করে না। তাই তাদের জন্য যদি নির্দিষ্ট কোনো ইনডেক্স থাকলে তাদের বিনিয়োগ সিদ্ধান্তে সহায়ক হবে। এ ছাড়া সুদ ভিত্তি নয় বা যেসব আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকিং খাতের সঙ্গে জড়িত নয় এসবই ইসলামিক ইন্ডেক্সের আওতায় পড়বে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএবি/ঘ)