প্রকৃত ভালোবাসা নির্ণয় করবে ব্রা!
ঢাকাটাইমস ডেস্ক
২৮ জানুয়ারি, ২০১৪ ২০:৩৫:১৬
ঢাকা: জাপানের খ্যাতনামা ব্রা কোম্পানি রভিজাওয়ার এবার তৈরি করেছে স্মার্ট ব্রা। এটি এখনো বাজারে ছাড়া হয়নি। তবে কিছুদিনের মধ্যে এটি বাজারে আসবে বলে জানানো হয়েছে।
সোমবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই ব্রা নারীদের সত্যিকারের ভালোবাসার কথা জানতে সাহায্য করবে। নারীদের হৃদস্পন্দন মাপতে সাহায্য করবে।
ব্রাটি মূলত স্মার্টফোনের এক অ্যাপের সঙ্গে সিনক্রোনাইজ করা থাকবে। পরিধানকারী নারীর হৃদস্পন্দন মাপার জন্য থাকবে এটি। যখন কোনো নারী কারো প্রতি প্রকৃত ভালোবাসায় লিপ্ত হবে বা সত্যিকার কারো প্রেমে পড়ে যাবে তখন ব্রাটি নিজে নিজে খুলে যাবে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ব্রাটির মাধ্যমে মানুষের হৃৎস্পন্দনের সামান্যতম পরিবর্তনও নির্ণয় করা যায়। শারীরিক পরিশ্রম বা অন্য কোনো কারণে হৃৎস্পন্দন বেড়ে গেলেও এটি তা বুঝতে পারবে। ফলে সেক্ষেত্রে এটি নিজে নিজে খুলবে না। শুধুমাত্র ব্যবহারকারীর সত্যিকার ভালোবাসাবোধ আসার সময়েই এটি খুলবে।
(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/এসইউএল/এজে)