ঢাকা: বিড়াল প্রাণীটি আমাদের সকলের খুব পরিচিত। কোনো দেশে এটি পূজনীয়ও বটে। অনেকের আবার গৃহপালিত প্রাণী হিসেবে কুকুরের চেয়ে বিড়াল প্রীতিই বেশি। অনেকে আবার বিড়ালের প্রতি ভালোবাসা থেকে নিজেকে ছোট্ট এই প্রাণীটির মতো করে সাজাতে পচ্ছন্দ করে। তবে বিড়ালের মাংস দিয়ে রাতের খাওয়াটা সারেন এমন ব্যক্তি খুঁজে পাওয়া একটু কষ্টকর হতে পারে।
এমন ঘটনাই ঘটিয়েছেন ইতালীয় এক ব্যক্তি। তিনি ১৫টি বিড়াল জোগাড় করে সেগুলোকে রান্না করে বন্ধুদের দাওয়াত করে খাইয়েছেন।
ইতালিয়ান সংবাদপত্র ‘ম্যাটিনো’-র বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, ‘৫০ বছর বয়সী ইতালীয় ওই নাগরিক ১৫টি বিড়াল সংগ্রহ করে। প্রত্যেকটি বিড়াল তিন বছর বয়সী, কালো রংয়ের এবং বেশ স্বাস্থ্যবান বলা যায়। তিনি বিড়ালগুলোকে হত্যা করে বন্ধুদের খাবারের থালায় পরিবেশন করেন। অবশ্য তার বন্ধুরা এটি বিড়ালের মাংস সে বিষয়ে অবহিত ছিলো কিনা তা জানা যায়নি।’
কিন্তু ওই ব্যক্তিটি এতোগুলো বিড়াল সংগ্রহ করলেও, এগুলো কখনোই চিকিৎসা বা পরবর্তী শারীরিক পরীক্ষার জন্যে নিয়ে আসেননি। এ থেকেই বিষয়টি নিয়ে প্রশাসনের সন্দেহ সৃষ্টি হয়।
ইতালির পশুসম্পদ কল্যাণমূলক সংস্থার প্রেসিডেন্ট লোরেনজো ক্রোসি বলেন, ‘বিড়ালগুলোকে পরবর্তী চেকআপ না করানো থেকেই সন্দেহের সৃষ্টি হয়। প্রথম আমরা তাকে স্যাটানিজমের অনুসারী হিসেবে ধরে নিয়েছিলাম। মনে করেছিলাম তিনি ঈশ্বরের কাছে পুণ্য অর্জনের লক্ষ্যে বিড়ালগুলোকে হত্যা করেছে। কিন্তু তার বাড়িতে তল্লাশি করার পরেই আমরা প্রকৃত বিষয়টি সম্পর্কে অবহিত হই।’
অভিযুক্ত ব্যক্তিকে পশু হত্যার দায়ে গ্রেপ্তার করেছে ইতালিও পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে এক বছরের বেশি কারাদ-ের আদেশ দিতে পারে আদালত।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেএস)