নিজ গ্রামে চিরনিদ্রায় সাংবাদিক জহিরুল হক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৪ ১২:১৬:২৭

ঢাকা: নিজ গ্রামে চির নিদ্রায় শায়িত প্রবীণ ফটোসাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহিরুল হক। সোমবার রাতে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের নবীগঞ্জে জানাজা শেষে তাকে তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তার দ্বিতীয় দফা জানাজা হয় জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে। জানাজা শেষে প্রবীণ এই ফলোসাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিক নেতা, রাজনীতিবীদ ও বিভিন্ন সংগঠনের নেতারা।
জানাজার শেষে জাতীয় প্রেস ক্লাবে সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, "জহিরুল হক আমাদের গণতন্ত্র, মানবাধিকার ও দেশের জন্য আমৃত্যু কাজ করেছেন।
সাংবাদিকদের পেশাগত মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অক্লান্ত শ্রম দিয়েছেন। তার মৃত্যুতে আমরা আরো একজন অভিভাবককে হারালাম।"
প্রধানমন্ত্রীর পক্ষে জহিরুল হকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো:সেলিম, বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষে আলতাফ মাহমুদ, জাহাঙ্গীর আলম প্রধান, ফারুক আহমেদ, বাংলাদেশ ফটোসাংবাদিক এসোসিয়েশনের পক্ষে সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক মীর আহমেদ মিরু, সংবাদ সম্পাদক আলতামাশ কবির মিশু,কাশেম হুমায়ুন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, জয় বাংলা সাংবাদিক মঞ্চ, ফটো সাংবাদিক ফোরাম, প্রেস ক্লাব কর্মচারি ইউনিয়ন। রবিবার সকালে দিল্লির একটি হাসপাতলে ৭১ বছর বয়সী জহিরুল হক মৃত্যুবরণ করেন।
(ঢাকাটাইমস/ ১৭ জুন / এআর/ ঘ.)