ঢাকা: ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন করার জন্য গণমাধ্যমের একটি অংশ এখনও অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ১১ জুলাই দেশের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিবেদনটিতে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান সাকো সম্পর্কে যা বলা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও মনগড়া। এটিকে সাংবাদিকতার আদর্শ, নৈতিকতা পরিপন্থি এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি।
`Failed Company to get $0.78b Padma job' শিরোনামে দি ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদে সাবেক যোগাযোগমন্ত্রী বলেন, ‘এতে আমার প্রতিষ্ঠান এবং আমার নাম আনাহুতভাবে জড়িয়ে নৈতিকতাবিহীন অতীত-কর্মকা- ও অসত্য লেখাগুলোরই প্রতিফলন ঘটিয়েছে। লেখার ধরন দেখে মনে হয়, সাংবাদিকতা পেশার আলোকে নয়, বরং ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে বিবেক-বিবর্জিত ব্যক্তির মতো গালাগালি করে এই লেখাটি লেখা হয়েছে।’
এধরনের প্রতিবেদন মানহানির পর্যায়ে পড়ে উল্লেখ করে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘অসত্য তথ্য প্রকাশ একজন মানুষের চরিত্রহরনের নামান্তর। এ অপসংবাদ ও অপসাংবাদিকতা মানহানির পর্যায়ে পড়ে।’
প্রতিবেদনটির শিরোনামের একটি অংশ লেখা হয়েছে-`Sinohydro is being backed by sahco' এধরনের তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে ভিত্তিহীন এ মন্তব্য করা হয়েছে। এটি কোনো নীতিবান সাংবাদিকের পক্ষে সম্ভব নয়।’
সাকো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমি সাংবাদিকদের শ্রদ্ধা করি। আমি মনে করি অন্যের মর্যাদাক্ষুণœ করার চেষ্টা করলে নিজেকেও অমর্যাদার মুখে পড়তে হয়। তাই এ ধরনের কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকার অনুরোধ করছি।’
(ঢাকাটাইমস/ ১১ জুলাই/ এইচএফ/ ১৫.৩৮ঘ.)