সাগর-রুনি হত্যার রহস্য শিগগির উন্মোচিত হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৪ ২১:০৬:৫৭

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগির উন্মোচিত হবে। তিনি দুপুরে চট্টগ্রামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুস্কৃতকারীরা যত ক্ষমতাবানই হোক না কেন তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের সম্মুখীন করা হবে।
তিনি বলেন, এ ঘরনের ঘটনা বিভিন্ন সময়ে ঘটে থাকে, পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযুক্তদের গ্রেপ্তারে বিলম্ব হয়। তবে আমরা আশাবাদি যে, সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই রহস্যের দ্বার অচিরেই উন্মুক্ত হবে।
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙ্গা’র বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং অপর বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা’র সিনিয়র সাংবাদিক মেহেরুন রুনিকে তাদের পশ্চিম রাজাবাজারের নিজস্ব ফ্লাটে ২০১২ সালের ১১ ফ্রেব্রুয়ারি অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে যায়।
পুলিশ এই মামলার তদন্তভার নিলেও তেমন এগোতে না পারায় ২০১২ সালের ১৮ এপ্রল র্যাবকে মামলার তদন্তভার দেয়া হয়। তথাপি অদ্যাবধি র্যাবও এই রহস্যজনক হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি।
তদন্তে কোনো গাফিলতি বা তড়িঘড়ির জন্য এই হত্যার রহস্য তদন্তে মূল আসামি যেন পর্দার অন্তরালে থেকে যে না পারে সে বিষয়ে সরকার সবচেয়ে সজাগ রয়েছে উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান বলেন, সরকার এই হত্যাকাণ্ড নিয়ে কোনো জজ মিয়া নাটকের অবতারনা চায়না।
ইকবাল সোবহান চৌধুরী জানান, আগামীতে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ডের কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি চুড়ান্ত করে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত করা হবে।
(ঢাকাটাইমস/২৮জুন/এএসএ)