ফোনে আড়ি পাতায় দোষী সাব্যস্ত ব্রিটিশ সম্পাদক
ঢাকাটাইমস ডেস্ক
২৫ জুন, ২০১৪ ১০:০৯:৫৪
ঢাকা: ব্রিটেনের ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’পত্রিকার সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে ফোন হ্যাকিং অর্থাৎ ফোনে আড়ি পাতা কেলেংকারির দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে তাঁর সাবেক সহকর্মী এবং ঐ একই পত্রিকার সম্পাদক রেবেকা ব্রুকসের বিরুদ্ধে এ পর্যন্ত আনা সব অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে।
অ্যান্ডি কুলসন ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ডিরেক্টর অব কমিউনিকেশন্স। তাকে এই পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ক্ষমা চেয়েছেন। ফোন হ্যাকিং কেলেংকারির ব্যাপারে ব্রিটিশ পুলিশের তদন্ত এবং আট মাস ধরে এই মামলার বিচারের পর আদালতের এই রায় এলো। এই কেলেংকারির কেন্দ্রে থাকা রূপার্ট মারডকের নিউজ অব দ্য ওয়ার্ল্ড এক পর্যায়ে বন্ধ হয়ে যায়।
ফোন হ্যাকিং কেলেংকারির তদন্ত এবং বিচার ব্রিটিশ মিডিয়া এবং রাজনীতিতে তুমুল আলোড়ন তুলেছিল। অ্যান্ডি কুলসন এই কেলেংকারির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ক্ষমা চেয়েছেন।
তিনি বলেছেন, তাকে নিয়োগ করাটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এজন্যে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
(ঢাকাটাইমস/২৫জুন/জেএস)