ঢাকা: আপাতত নতুন কোনো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন,‘২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের আলোকে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ৩১টি টিভি চ্যানেলকে লাইসেন্স দেয়া হয়েছে। ইতোমধ্যে ২৬টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিনটি ও বাকি ২৩টি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।’
‘অনলাইন পত্রিকায় সরকারি সুযোগ সুবিধা কবে থেকে চালু হবে’ জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের এমন প্রশ্নের উত্তরে ইনু বলেন, ‘বর্তমানে অনলাইনভিত্তিক পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। এগুলোকে একটি বিধিবদ্ধ অবস্থায় আনার লক্ষ্যে ‘অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা ২০১৪’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ নীতিমালাটি প্রণীত হলে অনলাইন পত্রিকার জন্য সরকারি সুযোগ সুবিধা চালু করা সম্ভব হবে।’
আওয়ামী লীগের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে দুটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৬০ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ১৬তলা বিশিষ্ট তথ্যভবন নির্মাণ প্রকল্পের কাজ আগামী অর্থবছরে শুরু হবে এবং ২০১৬ সালের জুনের মধ্যে শেষ হবে। চলতি অর্থবছরে (২০১৩-১৪) প্রকাশনা অধিদপ্তর থেকে ১৪টি প্রামাণ্যচিত্র ও নয়টি ফিলার নির্মাণ করা হয়েছে।’
সুবিদ আলী ভূঁইয়ার (কুমিল্লা-১) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলা চলচ্চিত্রকে বিশ্বমানের করতে চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবছর অনুদান দেয় সরকার। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ ৩৫ লাখ টাকা সরকারি অনুদান ও ১০ লাখ টাকার সমপরিমাণ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সার্ভিস দেয়া হয়। একইভাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ১০ লাখ টাকার সরকারি অনুদান ও দুই লাখ টাকা সমপরিমাণ বিএফডিসির সেবা দেয়া হয়।
স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে না পাওয়ায় ৫৯৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে কমিশন ৫৮৯টি অভিযোগ নিষ্পত্তি করেছে ও সাতটি অভিযোগ প্রক্রিয়াধীন আছে। তথ্য না দেয়ায় অথবা বিভ্রান্তিকর তথ্য দেয়ায় দুইজন কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।’
(ঢাকাটাইমস/ ২৪জুন/ জেডএ.)