ঢাকা: সাভারের ধলেশ্বরী নদী থেকে আতাউর রহমান আতা (১৫) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যলয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাহিদ হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে কন্নপাড়ার কালীঘটা মাঠের পাশের ধলেশ্বরী নদীর মধ্যে দাঁড়ানো অবস্থায় আতার লাশ উদ্ধার করা হয়। তার মামা রাসেল জানান, আতা তার বাবা-মায়ের সঙ্গে সাভারের কাতলাপুরে সিআইডির পশ্চিম পাশের বাড়িতে বসবাস করত। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জোনাক ও তরিকুল নামের দুই বন্ধু তাকে ফুটবল খেলার কথা বলে ঘর থেকে ঢেকে নেয়। এরপর থেকেই আতা নিখোঁজ ছিল। তার পরিবারের অভিযোগ আতাকে হত্যার পর নদীতে ফেলে রাখা হয়েছিল। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২৮জুন/এএ)