logo ১৩ আগস্ট ২০২৫
সাংবাদিক সাইফুর তালুকদারের পিতৃবিয়োগ
সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ জুলাই, ২০১৪ ২০:৪৬:২৫
image


সিলেট: ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সিলেট প্রতিনিধি এম সাইফুর রহমান তালুকদারের বাবা মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার বাঙ্গালিয়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি সাত ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শনিবার বেলা ২টায় বিশিষ্ট এই সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ইউপি সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মরহুমের মৃত্যুতে অসংখ্য শুভানুধ্যায়ী ও গুনগ্রাহীরা শোক প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এমআর/ঘ.)