সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল পাস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুলাই, ২০১৪ ১৪:৩৩:৩৮
ঢাকা: জাতীয় সংসদে সাংবাদিক কল্যাণ বিল ট্রাস্ট বিল-২০১৪ পাস হয়েছে।
গত ২ এপ্রিল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিলটি সংসদে উত্থাপন করেন। বিলে অসুস্থ, অসচ্ছল, আহত ও নিহত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেওয়ার স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের কথা বলা হয়েছে। বিলে সাংবাদিকের সংজ্ঞায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপসম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি পেস্টার, কার্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট ও প্রুফ রিডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ১জুলাই/ এএম)