logo ১০ মে ২০২৫
রেলওয়ে রিপোর্টার্স ইউনিটির কমিটি
সভাপতি বাবর, সম্পাদক সাইদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুলাই, ২০১৪ ১০:৪৮:৪৪
image


ঢাকা: চট্টগ্রামে রেলওয়ে বিটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন রেলওয়ে রিপোর্টার্স ইউনিটি, চট্টগ্রামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌফিকুল ইসলাম বাবরকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টর সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। গত রবিবার সকাল ১১টায় সংগঠনের চেরাগী পাহাড়স্থ অস্থায়ী কার্যালয়ে আরআরইউসির সভা অনুষ্ঠিত হয়।  

সংগঠনের নব নির্বাচিত সভাপতি তৌফিকুল ইসলাম বাবর বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের অন্যতম বড় সেবা খাত। রেলওয়ের সমৃদ্ধ অতীত ইতিহাস রয়েছে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে এই খাত এখন মানুষের কাক্সিক্ষত সেবা দিতে পারছে না। রেলওয়ে সংক্রান্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে তথ্য ঘাটতিসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এ সব সমস্যা থেকে উত্তরণে ও নিজেদের পেশাগত মান উন্নয়নে একযোগে কাজ করার উদ্দেশ্যেই আরআরইউসির আত্মপ্রকাশ।’

সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর চট্টগ্রামে। রেলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কার্যক্রম চট্টগ্রাম থেকেই পরিচালিত হয়। সংবাদকর্মীরা সবাই অক্লান্ত পরিশ্রম করে প্রতিবেদন তৈরি করে এসব বিষয়ে দেশবাসীকে জানাতে চেষ্টা করেন। তবে রেল একটি বিশেষায়িত খাত হওয়ায় এবং সরকারি র্কাক্রমের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংবাদকর্মীদের ঐক্য জরুরি। পেশাগত উৎকর্ষ সাধণের লক্ষ্যেই এ সংগঠনের পথচলা অব্যাহত থাকবে।’

নবগঠিত আরআরইউসির অন্য পদস্থরা হলেন সহ-সভাপতি দৈনিক জনকণ্ঠের মাকসুদ আহমেদ, যুগ্ম সম্পাদক বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মো.মহিউদ্দিন, সহ সম্পাদক দৈনিক পূর্বকোণের নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ বণিক বার্তার সুজিত সাহা, দপ্তর সম্পাদক দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার, প্রচার ও প্রকাশনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিঠুন চৌধুরী, নির্বাহী সদস্য দৈনিক আলোকিত বাংলাদেশের সাইফুদ্দিন তুহিন, দৈনিক কালের কণ্ঠের নুপুর দেব ও দৈনিক সাঙ্গুর বদরুল ইসলাম মাসুদ।

সংগঠনের সাধারণ সদস্যরা হলেন নয়া দিগন্তের ওমর ফারুক, দৈনিক আমাদের সময়ের মহিউদ্দিন কাদের ওদুল, দৈনিক যুগান্তরের নাসির উদ্দিন রকি, দ্যা ডেইলি স্টারের শাহদাত হোসেন, দৈনিক পূর্বদেশের রাহুল দাশ নয়ন ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সোহেল মারমা।

নবগঠিত আরআরইউসির কমিটি সংগঠনের সকল সদস্যর পেশাগত দক্ষতা বাড়ানো, রেলওয়ে সংক্রান্ত তথ্য প্রাপ্তির নিশ্চিত করা এবং রেলওয়ের বিষয়ে প্রতিবেদন তৈরি ও প্রকাশে কার্যক্রম পরিচালনা করবে।

(ঢাকাটাইমস/ ৪ জুলাই/ এইচএফ/ ১০.৪০ঘ.)