সাংবাদিক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৪ ২০:৪৪:৩২

ঢাকা: সমকালের নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অপহরণে ব্যর্থ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিজয় সরণী মোড়ে এ ঘটনা ঘটে।
শাহেদ চৌধুরী জানান, সন্ধ্যা ৬টার দিকে তিনি ডিআরইউ কার্যালয় থেকে মাইক্রোবাসে করে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইফতার পার্টিতে যাচ্ছিলেন। গাড়িটি বিজয় সরণী মোড়ে পৌঁছালে সিগন্যালে আটকা পড়ে। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গেই সাদা রঙের একটি গাড়ি শাহেদ চৌধুরীকে বহনকারী গাড়ির গতিরোধ করে। এরপর গাড়ি থেকে দুই যুবক নেমে মাইক্রোবাস থেকে তাকে টেনে হেঁচড়ে নামানোর চেষ্টা করে। তিনি বাধা দিলে অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর লোকজন জড়ো হলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, ‘এবার বেঁচে গেলি, দেখি তুই ঢাকায় কিভাবে বেঁচে থাকিস’।
এ ব্যাপারে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘শাহেদ চৌধুরী আমাকে জানিয়েছেন, তাকে দুই যুবক হুমকি দিয়েছে। কেউ তাকে অপহরণের চেষ্টা করেছে এমন খবর আমি আপনার মুখেই প্রথম শুনলাম।’
(ঢাকাটাইমস/৬ জুলাই/এএ/এজে)