ঢাকা: এই প্রথম বাংলাদেশ সচিবালয়ে কর্মরর্ত সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার করা হয়েছে। তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সোমবার তথ্য মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তথ্য মন্ত্রী সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের কাছে মিডিয়া সেন্টার হন্তান্তর করবেন।’
গতবছর নভেম্বর মাসে সচিবালয়ে সাংবাদিকদের জন্য একটি কক্ষের আবেদন করা হয়। সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি মিডিয়া সেন্টার করার সুপারিশ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেন তথ্য মন্ত্রী।
উক্ত মন্ত্রণালয় মিডিয়া সেন্টারের নির্মাণ কাজ শেষ করে গত মাসে। আগামীকাল সাংবাদিকদের কাছে এটি হন্তান্তর করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
(ঢাকাটাইমস/১৪ জুলাই/এজে)