logo ১০ মে ২০২৫
বিমান বিধ্বস্ত: সত্য আড়াল করায় রুশ টিভি সাংবাদিকের পদত্যাগ
ঢাকাটাইমস ডেস্ক
১৯ জুলাই, ২০১৪ ১২:৪৬:৫০
image


ঢাকা:ইউক্রেন-রাশিয়া সীমান্তে মালয়েশীয় এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ১৭ বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার রাষ্ট্রচালিত ইংরেজী ভাষার নিউজ চ্যানেল ‘রাশিয়া টুডে’র লন্ডন প্রতিনিধি পদত্যাগ করেছেন। শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পদত্যাগকারী সাংবাদিক সারাহ ফার্থের অভিযোগ, এই চ্যানেল বিমান বিধ্বস্তের ঘটনার আসল বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তারা এ ঘটনার প্রতি অসম্মান দেখাচ্ছে। তারা জোর করে ইউক্রেনকে দোষারোপ করছে।

তিনি বলেন, এই চ্যানেলের ধরণই বরাবর ইউক্রেনকে দোষারোপ করা। কিন্তু অধিকাংশ গণমাধ্যমইে বলা হচ্ছে, এ ঘটনার জন্যে প্রো-রাশিয়ান বিচ্ছিন্নতাববাদিরা দায়ী।

সারাহ ফার্থ বলেছেন, ‘আমি নিউজরুমের মধ্যে হাটছিলাম। দেখছিলাম তারা একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য চালাচ্ছে। সে ইউক্রেন সরকারকে এ ঘটনার জন্যে দায়ী করছে। ঈশ্বরই জানে তিনি কে।’

তিনি বলেছেন, রাশিয়া টুডের কর্মীদের প্রায়ই সত্য বিষয় এড়িয়ে যেতে বলা হয়। ইউক্রেন সরকারকে দোষারোপ করা তাদের একটি স্টাইল।

গত বৃহস্পতিবার নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়ায় যাওয়ার পথে ফ্লাইট এমএইচ বিধ্বস্ত হয়। এতে ২৯৮ জন যাত্রী ছিল। তাদের সবাই নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এসইউএল/এআর /ঘ.)