লতিফ সিদ্দিকীর পর মামলা তুলে নিলেন তাঁর সাগরেদরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৪ ২৩:৩৭:৩৬

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পর সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন তাঁর সাগরেদরা।
বুধবার টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে দুই বাদী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান, দৈনিক মানবকণ্ঠের তৎকালীন সম্পাদক শাহজাহান সরদার (বর্তমানে আলোকিত বাংলাদেশের সম্পাদক) ও প্রকাশক জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে করা মামলা তুলে নেন। বুধবার ছিল মামলার নির্ধারিত হাজিরার দিন।
এর আগে গত ২৮ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দুই সাংবাদিক ও প্রকাশকের বিরুদ্ধে করা মামলা তুলে নেন।
গত বছরের ১৭ মে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমে ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরে ওই প্রতিবেদনটি একই বছরের ১৯ মে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় ছাপা হয়। যেখানে সংবাদের উৎস হিসেবে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের নাম উল্লেখ ছিল।
পরে ওই সংবাদ প্রকাশের অভিযোগে গত বছরের ২২ মে তৎকালীন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মানহানি মামলা করেন। যাতে আসামি করা হয়, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান, দৈনিক মানবকণ্ঠের তৎকালীন সম্পাদক শাহজাহান সরদার (বর্তমানে আলোকিত বাংলাদেশের সম্পাদক) ও প্রকাশক জাকারিয়া চৌধুরীকে।
এর একদিন আগে মন্ত্রীর গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোজহারুল ইসলাম তালুকদার এবং কালিহাতি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা দুই সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আলাদা দুটি মানহানি মামলা করেন।
মামলার বিবরণীতে বলা হয়, ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে সংবাদ প্রকাশে আব্দুল লতিফ সিদ্দিকী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানহানি হয়েছে। যার আনুমানিক আর্থিক মূল্য ১০ কোটি টাকা।
সংবাদে যা বলা হয়েছিল:
গত বছরের ১৭ মে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’। যাতে বলা হয়েছিল-‘বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত কমিটির প্রধান করায় বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এমন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়ে তিনি আদৌ কি যথাযথ দায়িত্ব পালন করতে পারবেন? কারণ ইতিমধ্যে দায়িত্ব পাওয়ার পরই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নিয়মের বাইরে গিয়ে সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সাভারে রানা প্লাজা ধসের পর ২৯ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটি বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীকে প্রধান করে একটি কমিটি করা হয়।’
সংবাদে আরও বলা হয়, ‘দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী লতিফ সিদ্দিকী বিজিএমইএর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোপনে কথা বলেছেন। তাকে ‘ম্যানেজ’ করতে পারলে কমিটির প্রতিবেদন তৈরির সময় ব্যবসায়ীদের মতামত প্রাধান্য পাবে বলেও আশস্ত করেছেন। আগামী নির্বাচনে তার খরচ রয়েছে। এখান থেকেই কিছু তহবিল গুছিয়ে রাখার কথা ভাবছেন তিনি। তবে মন্ত্রীর সরাসরি এমন প্রস্তাবে অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিজিএমইএর শীর্ষ স্থানীয়দের মধ্যে কানাঘুষাও চলছে বলে জানা গেছে।’
(ঢাকাটাইমস/১৫ জুলাই/এইচএফ/এজে)