logo ১০ মে ২০২৫
পথ চলায় ১৮ বছরে এটিএন বাংলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৪ ০০:৩৮:২৮
image

ঢাকা: পথচলার ১৭ বছর পূর্ণ করে আজ ১৮ বছরে পা রেখেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ই জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। ১৯৯৯ সালের মে মাসে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় এটিএন বাংলা। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। ১৬  আগস্ট ২০০১ সংবাদ, আর ২০০২-এর ১ অক্টোবর শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। ২০০৩ সালে শুরু হয় প্রতি ঘণ্টার সংবাদ। নিরপেক্ষ সংবাদ প্রচার করে এটিএন বাংলা হয়ে ওঠে দেশের অন্যতম সেরা সংবাদ মাধ্যম। সব ধরনের সংবাদ সবার আগে দর্শকদের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে বরাবরই এগিয়ে থাকার পাশাপাশি দুঃসাহসিক সংবাদ সংগ্রহে কখনও পিছপা হয়নি চ্যানেলটি। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে তারা। সব ধরনের অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রেই এটিএন বাংলা তার নিজস্বতা বজায় রেখেছে। সেই সঙ্গে গতানুগতিক ধারার অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে গা ভাসানো থেকেও বিরত থেকেছে। ১৮ বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার মধ্যরাত থেকেই প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা ও শুভেচ্ছা বিনিময়। চলবে আজ সারাদিন। দীর্ঘ দেড় দশকের পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২  নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোটপর্দার অস্কারখ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক অ্যাওয়ার্ড, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার-২০১২, ইউএনসিএ অ্যাওয়ার্ড ২০১২ ও ২০১৩ অর্জন করে এটিএন বাংলা’র অনুষ্ঠান। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম পরিচালিত ‘টিভি দর্শক জরিপ’-এ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য বরাবরই শীর্ষস্থানে অবস্থান করেছে চ্যানেলটি। বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতে এটিএন বাংলা বদ্ধপরিকর। ২০০৭ সালে বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবল লিগ সরাসরি সমপ্রচার করে চ্যানেলটি। এরই ধারাবাহিকতায় ‘পিসিএল টি-২০ ক্রিকেট সিরিজ’, ‘এনসিএল ক্রিকেট টুর্নামেন্ট’, ‘সাফ উইমেন্স ফুটবল টুর্নামেন্ট’, ‘সাউথ এশিয়ান গেমস’-এর ক্রিকেট খেলা, ‘মহিলা বিশ্বকাপ ক্রিকেট’-এর বাছাই পর্ব এবং দেশের ৪৮০০ স্কুলের অংশগ্রহণে ‘জাতীয় স্কুল ফুটবল ও স্কুল হকি টুর্নামেন্ট’ সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। পাশাপাশি আয়োজন করছে ‘এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। এ বছর গুড উইল ভিজিটে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেন এটিএন বাংলার চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল।


(ঢাকাটাইমস/ ১৫ জুলাই/ এইচএফ/ ১২.৩৩ঘ.)