আমাদের সময়ের সম্পাদকসহ ৫ সাংবাদিক চাকরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৪ ১৪:০২:৪৩
ঢাকা: দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক আবু হাসান শাহরিয়ারসহ পাঁচজন চাকরিচ্যুত হয়েছেন। গত ১ আগস্ট তাদের চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুত অন্যরা হলেন- উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, নির্বাহী সম্পাদক আবু সাঈদ জুবেরী, বিশেষ প্রতিনিধি ফজলুর রহমান ও আন্তর্জাতিক ডেস্কের প্রধান সিনিয়র সহ-সম্পাদক রাসনা মিথি।
নাম প্রকাশে অনচ্ছিুক পত্রিকার একজন সাংবাদিক সম্পাদকসহ ৫ জনের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের চাকরিচ্যুত হওয়ার পেছনে অফিস কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। পাঁচজন চাকরিচ্যুত হওয়ায় পত্রিকার ওপর কোনো প্রভাব পড়েনি। এখনও পদগুলো খালি রয়েছে।
আমাদের সময়ের উর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের চাকুরিচ্যুতির বিষয়টি সোমবার অনুষ্ঠিত এক সভায় পত্রিকাটির সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৪আগস্ট/এমএম)