চলে গেলেন বেবি মওদুদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুলাই, ২০১৪ ১৫:৩৩:১২

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবি মওদুদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না............)।দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে শুক্রবার দুপুর ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বেবি মওদুদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।
বিশিষ্ট এ সাংবাদিক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েকদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু বেবি মওদুদকে দেখতে গিয়েছিলেন।
বেবী মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বেবী মওদুদের জন্ম কলকাতার বর্ধমান জেলায়। তাঁর শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন।
বিশ্ববিদ্যালয় জীবনের এই বান্ধবীর মৃত্যুতে শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে জাতি এক নিবেদিতপ্রাণ সাংবাদিক এবং লেখককে হারাল। মরহুম বেবী মওদুদকে তাঁর অকৃত্রিম সুহৃদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে আমি আমার দীর্ঘদিনের একজন প্রিয় বন্ধুকে হারিয়েছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনার ক্ষেত্রে বেবী মওদুদের ভূমিকা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/ ২৫জুলাই/ জেডএ./এআর/ ঘ.)