logo ৩০ এপ্রিল ২০২৫
মির্জা ফখরুলের দেশে ফেরা নিয়ে সংশয়
কিরণ সেখ , ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ২১:৫২:৩১
image


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পর গাড়ি ভাঙচুরের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এই সংশয় দেখা দিয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে ইতোমধ্যেই ছয় দফায় জেলে যান বিএনপির এই নেতা।

তবে বিএনপি নেতারা বলছেন, মির্জা ফখরুলকে অনেক দিন ধরেই বিদেশে পাঠানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তবে তাদের সে চেষ্টা সফল হবে না। মির্জা ফখরুল অবশ্যই দেশে ফিরবেন। গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে তাকে বিদেশের মাটিতে আটকে রাখা যাবেনা।

গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। এর পর গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা দেয়ায়র একটি মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ স্থানীয় নেতা ঢাকাটাইমসকে বলেন, গ্রেপ্তার এড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। কেননা মির্জা ফখরুলের কাছের ব্যক্তিরা জানেন না তিনি কবে নাগাদ দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না।

এই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ঢাকাটাইমসকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই দেশে ফিরবেন। কারণ তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, সারা জীবন থাকতে নয়। তবে বর্তমান অবৈধ সরকার মির্জা ফখরুলকে অনেক বার বিদেশে পাঠানোর ষড়যন্ত্র করছে, এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার দলে আছেন। তাই তাকে বিদেশে আটকে রাখার ষড়যন্ত্র সফল হবে না। তিনি অব্যশই দেশে ফিরবেন।

কবে নাগাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরছেন- এই প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, মির্জা আলমগীরের সাথে আমার এখন পর্যন্ত কথা হয়নি। তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না।

একই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারি ইউনুস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, স্যার কবে নাগাদ দেশে ফিরবেন তা আমি জানি না, জানলে আপনাদের অবগত করা হবে।

(ঢাকাটাইমস/ ১৬ সেপ্টেম্বর/ কেএস/ এআর/.ঘ)