logo ১৮ মে ২০২৫
কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জানুয়ারি, ২০১৫ ১২:১১:০৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৭৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১১৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয়েছে মোট ২০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, জিএসপি ফিন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল ফিড, দেশবন্ধু পলিমার, লাফার্জ সুরমা সিমেন্ট ও বেক্সিমকো ফার্মা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ৮১৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫১৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম। লেনদেন হয় মোট ১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/জেএস)