logo ১৮ মে ২০২৫
সপ্তাহ শেষে কমেছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জানুয়ারি, ২০১৫ ১৫:৪৭:৪৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১১৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয়েছে মোট ২০৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, জিএসপি ফিন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল ফিড, দেশবন্ধু পলিমার, লাফার্জ সুরমা সিমেন্ট ও বেক্সিমকো ফার্মা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেন হয় মোট ১৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/জেএস)