logo ১৮ মে ২০২৫
কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:০৯:৩৫
image

ঢাকা: সাপ্তাহিক কার্যদিবসের দ্বিতীয় দিন ২ ফেব্রুয়ারি সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট কমে এক হাজার ৭০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৮৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয়েছে মোট ১৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিভিও পেট্রোকেমিক্যাল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, ন্যাশনাল ফিড, বেক্সিমকো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট ও ওয়েস্টার্ন মেরিন।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে ৮ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট কমে ১৪ হাজার ১০২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয় মোট ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/জেএস)